জুমবাংলা ডেস্ক : বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় কুষ্টিয়া শহরের কমলাপুরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। করোনার কারণে সময়মতো বাড়িভাড়া দিতে না পারায় কথা-কাটাকাটির একপর্যায়ে জুলেখা (৩০) নামের ওই নারীর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুলেখা জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়ার মেহেদী হাসানের স্ত্রী। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ হত্যাচেষ্টাকারী বাড়িওয়ালার ছেলে রোকনুজ্জামান রনিকে (৩৫) আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের কমলাপুর এলাকায় বজলুল হকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকেন মেহেদী হাসান। গত বুধবার সকালে তাঁর স্ত্রী জুলেখা বাড়ির বাইরে বাড়িওয়ালার স্ত্রী ও পাশের বাড়ির দুজন নারীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই বাড়িওয়ালার বড় ছেলে রোকনুজ্জামান রনি গর্ভবতী ওই নারীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। জুলেখার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, ওই বাড়ির মালিকের ছেলে রনি মাদকাসক্ত। তিনি নেশার টাকার জন্য প্রায়ই ভাড়াটিয়াদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার আগে তিনি জুলেখার কাছে কয়েকবার ভাড়ার টাকা চেয়ে না পেয়ে রাগান্বিত হয়ে ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার বলেন, ‘জুলেখার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় আমরা তাঁকে ঢাকা মেডিক্যালে পাঠানোর পরামর্শ দেই, কিন্তু টাকা-পয়সা না থাকায় তাঁরা নিতে পারছিলেন না। পরে অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত নিজের টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। সর্বশেষ তথ্য মতে দগ্ধ জুলেখা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যত দূর শুনেছি পূর্বশত্রুতার জের ধরে জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রনি সেখানে আসে এবং ওই নারীর সঙ্গে তার হাতাহাতিও হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।’ তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।