Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠিন নিষেধাজ্ঞার বেড়াজালে লকডাউন হয়ে পড়েছে যুক্তরাজ্য। মানুষ ঘরবন্দি হয়ে যাওয়ায় এমন শান্ত পরিবেশে দেশটির ইস্ট লন্ডনে বাড়ির আঙ্গিনাতেই বন্য হরিণের দলের দেখা মিলেছে ।
ধারণা করা হচ্ছে, লন্ডনে অবস্থিত ডাগনাম নামের একটি পার্ক থেকে ওই হরিণের দল লোকালয়ে এসে পড়ে।
এ বিষয়ে ইস্ট লন্ডনের সরকারি কর্মকর্তা ডিন জেট্টার বলেন, এই প্রথম আমি এমন কিছু দেখেছি। ১৫ থেকে ২০টি হরিণের একটি দল ছিল এবং বাড়ির আঙ্গিনায় এসে ঘাস খাচ্ছিল। আমার মনে হয়, পরিবেশ শান্ত থাকায় তারা এখানে এসে পড়েছে।
করোনার কারণে বন্যপ্রাণীদের লোকালয়ে আনাগোনা নতুন কিছু নয়। সম্প্রতি স্পেন, ভারতসহ বিভিন্ন দেশের রাস্তায় বন্যপ্রাণীদের চলাচল করতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।