বায়ার্ন অধ্যায় শেষ করে ফেলেছেন লিওয়ানোদোস্কি

স্পোর্টস ডেস্ক: পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি বলেছেন বায়ার্ন মিউনিখের সাথে তার অধ্যায় শেষ হয়ে গিয়েছে। যদিও এসময় তিনি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। বিভিন্ন গণমাধ্যমে অবশ্য রিপোর্ট আছে বার্সেলোনা ইতোমধ্যেই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

রবার্ট লিওয়ানোদোস্কি। (ফাইল ছবি)

ওয়ারসতে সাংবাদিকদের সাথে আলাপকালে লিওয়ানোদোস্কি বলেছেন, ‘আজ এটা অন্তত নিশ্চিত যে বায়ার্নের সাথে আমার গল্পটা শেষ হয়ে গেছে। আমি এখনো ভবিষ্যত সম্পর্কে কিছু জানি না। গত কয়েক মাসে যা হয়েছে তাতে বায়ার্নের সাথে আর সম্পর্ক রাখার কথা চিন্তা করতে পারছিনা। ট্রান্সফারই এর সেরা সমাধান বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি এক্ষেত্রে বায়ার্ন আমাকে আটকাতে পারবে না।’

লিয়ানোদোস্কির সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি ছিল। তাকে দলে নিতে বার্সেলোনা ৩২ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে বলে সূত্রমতে জানা গেছে।

চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকতেও লেভা কেন বায়ার্ন ছাড়তে চান এই প্রশ্নের উত্তরে তার এজেন্ট পিনি জাহাভি চলতি মাসের শুরুতে বায়ার্নকে সতর্ক করে বলেছেন, ‘আরও এক বছর তারা চাইলে লেভাকে রাখতে পারবে। সত্যি বলতে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু আমি তাদের সেটি করার কথা বলব না।’

৩৩ বছর বয়সী লেভা যে শুধু টাকার জন্য বায়ার্ন ছাড়ছেন না সে কথাও বুঝিয়ে দেন জাহাভি, ‘বায়ার্নের পরিচালনায় যারা আছেন, তাদের কাছে মাসের পর মাস অসম্মানিত হয়েছে সে। এটাই সত্য। খেলোয়াড় লিওয়ানোদোস্কিকে বায়ার্ন হারায়নি, মানুষ লিওয়ানোদোস্কিকে হারিয়েছে।’

পোলিশ সংবাদমাধ্যম ‘ইলেভেন স্পোর্টস পিএল’–এর সঙ্গে আলাপচারিতায় ভবিষ্যৎ গন্তব্য নিয়েও ইঙ্গিত দিয়েছেন আগস্টে ৩৪ বছরে পা রাখতে যাওয়া লেভা। স্পেনে জীবন কতটা উপভোগ করবেন, এ প্রশ্নের উত্তরে লেভা বলেছেন, ‘আমার মনে হয় শুধু ছুটি কাটাতে নয়, জায়গাটা এমনিতেই ভালো হবে।’

মায়োর্কায় নিজের একটি বাড়ি আছে, সে কথাও জানিয়েছেন লিওয়ানোদোস্কি।

তবে লেভার প্রকাশ্যে এমন সোজাসাপ্টা কথা পছন্দ হয়নি জার্মানির সাবেক গোলরক্ষক ও বায়ার্নে প্রধান নির্বাহী অলিভার কানের, ‘লেভা কেন এই পথ বেছে নিল, তা বলতে পারব না। প্রকাশ্যে এমন মন্তব্য কারও উপকার করবে না। রবার্ট এখানে টানা দুবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছে। বায়ার্নে তার কী অর্জন, সেটা বোঝা উচিত।’

পরপর দু’বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী হওয়া লিওয়ানোদোস্কি ২০১৪ সালে বায়ার্নে যোগ দেবার পর সম্ভাব্য সব শিরোপাই অর্জণ করেছেন। এর মধ্যে রয়েছে আটটি বুন্দেসলিগা শিরোপা। সব মিলিয়ে তিনি ১০টি লিগ শিরোপা জয় করেছেন। বায়ার্ন ছাড়া বাকি দুটি এসেছে সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। ২০২০ সালে বায়ার্নের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জয় করেছেন।

গত মৌসুমে ৩৫ গোল করে টানা পঞ্চমবরের মত বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লেভা। সূত্র: বাসস