জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনা পর্ষদের ২৯৮তম পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। সভায় সদস্য সচিব ও বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বিগত পর্ষদ সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। বৈঠকে প্রতিষ্ঠানের উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়।
উন্মুক্ত আলোচনায় বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে আসায় বিআরটিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
বক্তব্য রাখেন, রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর প্রমুখ।
বৈঠকে জানানো হয়, বর্তমানে বিআরটিসিতে প্রায় ৩৫০ জন দক্ষ কারিগর রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করতে সক্ষম। এ ছাড়াও বিআরটিসির ২৬ প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রগুলোর মাধ্যমে একদিনে ৫-৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। ২০২১ এর পূর্বে নতুন গাড়ি আসা সত্ত্বেও ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দেওয়া সম্ভব হয়নি। এখন পুরোনো গাড়ি দিয়ে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসির এই উন্নয়ন ও অর্জনকে টেকসই করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।