বিএনপি-জামায়াত যাচ্ছে জাতীয় ঐক্য ডাকের সংলাপে, ডাক পায়নি জাপা

জুমবাংলা ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আজ বুধবার বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকাল চারটার দিকে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দগুলোর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

তবে এবারও জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়নি প্রধান উপদেষ্টার আলোচনায়।
সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

তবে জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত তো কোনো আমন্ত্রণ পাইনি। মাত্র দুই ঘণ্টা বাকি আছে। আমন্ত্রণ না পাইলে কেমনে যাবো?’
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলো জাতীয় পার্টি। কিন্তু মাঝে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলও কর্মসূচি পালন করে।

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

এরপর সরকারের পক্ষ থেকে আর কোনো আলোচনায় ডাকা হয়নি জাতীয় পার্টিকে।
জাতীয় ঐক্যের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বৃহস্পতিবার তিনি বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। তবে সময় নির্ধারণ হয়নি।