জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্ভোগ এবং গুজবের রাজনীতি করে।
বুধবার দুপরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) পেঁয়াজ , চাল ও লবণ নিয়ে রাজনীতি করেছে। এখন আবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র শুরু করে আন্দোলনের ইস্যু খুঁজছে।’
তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি তাদের সব ঘাঁটি একে একে হারিয়ে ফেলছে। তারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ। তাদের আছে কি? তাদের আছে প্রেস ব্রিফিং, তাদের আছে গলাবাজি, তাদের আছে মিথ্যাচার, তাদের আছে ষড়যন্ত্র। আমরা জানি ষড়যন্ত্র কোথা থেকে আসে?
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন গুজবের দল হয়ে গেছে। ফেসবুকে গুজব ছড়ায়। চালের বাজারে অস্থিতিশীল সৃষ্টি করতে সেখানেও গুজব। অথচ আমাদের মুজদই আছে ১৪ লাখ মেট্রিক টন চাল। আমরা কিছুদিন ধরে ভাবছিলাম উদ্বৃত্ত চাল বিদেশে রফতানি করবো। আমরা বাজার খুঁজে বেড়াচ্ছি। সেখানে তারা চালের বাজার অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে। সেই সিন্ডিকেটের পেছনে বিএনপি উস্কানিদাতা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, পেঁয়াজের পর লবণ। দেশে লবণের প্রয়োজন দেড় লাখ টন। সরকারের কাছেই মজুদ আছে ৬ লাখ টন। কিন্তু হঠাৎ ফেসবুকে গুজব ছড়িয়ে লবণের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এর পর জানা গেল সব ভুয়া।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। এতে অতিথি হিসেবে আরও ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম,আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক অসিম কুমার উকিল ও সাবেক মন্ত্রী মির্জা আজম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।