জুমবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ৫ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে অবস্থিত বিএনপি নেতা মো. আলী হোসেনের মালিকানাধীন একটি গুদামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গুদাম থেকে সরকারি সিলযুক্ত ৫০ কেজির ১০৪টি বস্তা চাল জব্দ করা হয়, যা ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ ছিল। অভিযানের নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত।
সরকারি চাল অবৈধভাবে মজুত করে কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছিল বলে ধারণা করছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং সরকারি চাল জব্দ করি। ইতোমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. আলী হোসেন বিএনপির সরিষাবাড়ী পিংনা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সভাপতি এবং মৃত লাল মাহমুদের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, উদ্ধারকৃত চাল বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আলী হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।