জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচার কর্মীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টায় কারওয়ানবাজারে তাবিথ আউয়ালের অফিসের নিচে এ হামলা চালানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম আবু জাফরসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম, মহসিন হলের যুগ্ম আহবায়ক হাসান, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা।
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তানিজল হাসান বলেন, কারওয়ানবাজারের এনকর্ড টাওয়ারের ৩য় তলায় তাবিথ আউয়ালের নির্বাচনী অফিস। অফিসের নিচে নামলে আমাদের ওপর (তাবিথের প্রচার কর্মী) হামলা চালায় দুর্বৃত্তরা। তবে হামলাকারীরা কারা তা নিশ্চিত করে পারেননি তাবিথ আউয়ালের প্রচার কর্মীরা। সূত্র : বাংলাদেশ জার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


