প্রতিপক্ষের নির্বাচনি প্রচারণায় হামলা এবং নিয়ম অমান্য করে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য গোলাম রসুল এই শোকজ দেন।

গোলাম রসুল স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি চিঠিতে অভিযোগের ব্যাপারে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির বিচারিক কার্যালয়ে প্রার্থী কিংবা তার প্রতিনিধিকে হাজির হয়ে সশরীরে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন পোস্টার, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনি আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (গ) (ঙ) বিধির লঙ্ঘন হয়েছে।
অপর চিঠিতে বলা হয়েছে, সাবিরা সুলতানার বিরুদ্ধে ২৫ জানুয়ারি ঝিকরগাছার কীর্তিপুরে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি প্রচারণায় অংশ নেয়া নারী কর্মীদের ওপর হামলা-মারপিটের অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি করেছেন ডা. ফরিদের প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক।
অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা সাংবাদিকদের জানান, রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। বিএনপি অনেক বৃহৎ দল, অনেক কর্মী সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধার জায়গায় নিজ নিজ উদ্যোগে টাঙিয়ে ছিল। সেটা আমার জানার বাইরে। নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিলো; তখন নেতাকর্মীদের আমি সরানোর নির্দেশনা দিয়েছিলাম। আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসেবে আমি শোকজের জবাব দিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


