বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের ‘হাইড অ্যান্ড সিক’ করছে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যেসব সংস্কার আইনগত প্রক্রিয়ায় সম্ভব তা অবিলম্বে সম্পন্ন হবে, আর যেগুলোতে সাংবিধানিক অনুমোদন প্রয়োজন, সেগুলো নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়ন হবে।
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা সংস্কারের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “আমরা কোনো লুকোচুরি করছি না। আমাদের যদি অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে এক কথা বলতাম আর পরে অন্যটা করতাম। আমরা যেটা বিশ্বাস করি, সেটাই বলছি।”
তারেক রহমান সতর্ক করে বলেন, “নির্বাচিত সংসদকে বাদ দিয়ে যদি আউট অফ দ্য বক্স কিছু করা হয়, তাহলে সেটা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবিধানিক বা আইনগত—যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, এটা দেশের জন্য ক্ষতিকর হবে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথমে যেসব সংস্কারে সকলের ঐকমত্য রয়েছে, সেগুলোর ওপর জোর দেওয়া হবে। ৩১ দফা ও জুলাই সনদ উভয়ই দলের রাজনৈতিক অঙ্গীকার, যেখানে জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দলের অভ্যন্তরীণ কমিটমেন্ট দুটোই সমান গুরুত্বপূর্ণ।
পাঁচ বছর পর ঢাকায় বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।