রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গান গেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার, যিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি এবং আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি জানাজানি হতেই বিএনপির অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেন।
গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব। সর্বশেষ রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তাকে গান পরিবেশন করতে দেখা গেছে। বিএনপির অনুষ্ঠান হলেই গান গাওয়ার জন্য ডাক পড়ছে গৌরবের। এ নিয়ে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।
গৌরবের বাড়ি রাজশাহী শহরে। শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। গৌরবের স্ত্রী সেতু, পলকের ফুফাতো বোন, বর্তমানে রাজশাহীর শিরোইলের আর্ট কলেজের প্রাচ্যকলা বিভাগের শিক্ষিকা। তার বিরুদ্ধে নিয়মিত ক্লাস না নেয়ার অভিযোগ থাকলেও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি স্বপদে বহাল আছেন বলে অভিযোগ রয়েছে। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন।
গৌরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা যায়, তিনি আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্য প্রচারণা চালিয়েছেন। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর তিনি ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা নিজের ছবি পোস্ট করেন। এছাড়া শেখ হাসিনা ও পলকের ছবি, আওয়ামী লীগের নানা অনুষ্ঠান ও প্রচারণার মুহূর্ত, এমনকি গণঅভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ বলে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপি নেতাদের অভিযোগ, গৌরব শুধু নিজে নন, তার পুরো পরিবারই কট্টর আওয়ামীপন্থী। তিনি একাধিকবার আওয়ামী লীগের মঞ্চে গান পরিবেশন করেছেন। তাই তাকে বিএনপির সম্মেলনের মঞ্চে দেখা তাদের জন্য বিস্ময়কর ও অস্বস্তিকর।
সম্মেলনস্থলে উপস্থিত একাধিক নেতা-কর্মী অভিযোগ করেছেন, বিএনপির সম্মেলনে সঙ্গীত পরিবেশনের দায়িত্ব থাকা উচিত ছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর। অথচ তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
তাদের দাবি, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত শিল্পী গৌরবকে গান পরিবেশনের জন্য নির্ধারণ করেছিলেন। তবে গৌরব হোসেন তুষারের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে শাহীন শওকতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি; ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
অনুষ্ঠান চলাকালীন সময়ে বিএনপির ওই নেতাকে মঞ্চে দেখা গেলেও, বেলা সাড়ে তিনটায় বক্তব্য শুরুর পর থেকে শিল্পীকে আর মঞ্চে পাওয়া যায়নি বলে জানান উপস্থিত কয়েকজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।