সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার শহীদ তজু সড়কে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এসময় বিএনপির ৩ কর্মীকে আটক করে পুলিশ।
জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে শহরের সেওতা এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শহরের খালপাড় এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন নেতা-কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের হামলায় ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ এখনো শহরের খালপাড় এলাকায় অবস্থান করছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ আমাদের ৩-৪ জনকে ধরে নিয়ে গেছে।’
বিএনপির নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলছিল। সেখানে পুলিশ বাধা প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় তাদের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।
উল্লেখ্য, একই স্থানে সকাল সোয়া ১০টার দিকে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়। পরে শোডাউন করে চলে যায়। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে লাঠি-সোটা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।