
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি জানাবেন বিএনপির কাছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি।
তিনি বলেন,“সুখী সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, আমি বিএনপির সঙ্গে কথা বলেছি—আমরা যৌথভাবে নির্বাচন করব।”
মান্না আরও বলেন, জোটবদ্ধ নির্বাচন করলেও নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন, তবে প্রয়োজন হলে ঐক্যবদ্ধ দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক পরিবর্তনেও রাজি আছেন।
আওয়ামী লীগ থেকে নিজের দলত্যাগের প্রসঙ্গে তিনি বলেন,“আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে—নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।”
মান্না বলেন, আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে।
তিনি বলেন, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না। মানুষ ভালো জীবন পাচ্ছে না। মানুষের ভালো জীবনযাপনের ব্যবস্থা করতে হবে।
আজ থেকে শুরু হচ্ছে ইসির সংলাপ, প্রথম দিনে ১২ দলের সঙ্গে বৈঠক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



