দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ওই ৩ নেতারা হলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা ও ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে বহিষ্কার ও অব্যাহতি দেয়া ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহারের বিষয়ে জানানো হয়েছে।
বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুদ্দৌলা, ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলাধীন নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিম এবং নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোছা. মাসরেখা বানু চৌধুরী সীমা।
আরও পড়ুনঃ
এছাড়াও বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়া অন্যরা হলেন- নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু, বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শিরিনা আক্তার, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য আক্তার কামাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. ওমরাও খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


