জুমবাংলা ডেস্ক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
রবিবার (১৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খন্দকার রাশেদ মাকসুদ সর্বশেষ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৩ আগস্ট বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজকে। পরে মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানে অপারগতা প্রকাশ করেন শনিবার (১৭ আগস্ট)।
ড. এম মাসরুর রিয়াজকে নিয়োগ দেওয়ার সেই প্রজ্ঞাপন বাতিলের কাজও চলছে বলে জানা গেছে।
মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এ পদের জন্য নতুন লোক খোঁজা শুরু করে অর্থ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদের নাম উঠে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।