কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৪ এর সাব পিলার ৩ এসের পাশে এ ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্তের একাধীক সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অনন্তপুর গ্রামের আলী হোসেনের ছেলে গরু ব্যবসায়ী তাজুল হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ভারত থেকে গরু আনার জন্য আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৪ এর সাব পিলার ৩ এসের নিকট দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাপরারহাট বিওপি’র সদস্যরা কাঁটাতারের বাইরে এসে এক রাউন্ড ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গরু চোরাকারবারীদের ধাওয়া করে।
এ সময় অন্যান্যরা গরু চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশে আসলেও দক্ষিণ অনন্তপুর সীমান্ত এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদত হোসেনকে (৩২) বিএসএফ হাতেনাতে আটক করে। বর্তমানে তিনি ভারতীয় ধাপরাহাট বিএসএফ ক্যাম্পে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel