নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের শিক্ষক (ভিট্রিও-রেটিনা) শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ডা. নুজহাত চৌধুরীর হাতে পদোন্নতির চিঠি তুলে দেন।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া জানান, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ডা. নুজহাত চৌধুরীসহ মোট ৩৫ জনকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সবার হাতে আজ চিঠি তুলে দেয়া হয়।’
পদোন্নতিপ্রাপ্ত শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদোন্নতি পাওয়ার খবর জানিয়ে লিখেছেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের ঠিক আগের দিন আজ হাতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতির চিঠি। আলহামদুলিল্লাহ্। আমার জীবনের সব আনন্দের ভিতরে মিশে থাকে কান্নার একটি অশ্রুধারা। বাবা, তোমার ৪৯তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এ আমার সারা জীবনের অর্জনের শ্রদ্ধাঞ্জলি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।