জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যখাত ও খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্প বাজেট তুলে ধরলো বিএনপি। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে দলের বাজেট ভাবনা নিয়ে অনলাইন ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার জাতিকে চরম ঝুঁকিতে ঠেলে দিয়েছে।’ এসময় ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের কথাও বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যমেয়াদি বাজেট কাঠামোও থাকতে হবে। মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয়ে নতুন ব্যবস্থা প্রণয়ন করতে হবে। অর্থনীতির ক্রমহ্রাসমান সংকোচন রোধে কর্মসংস্থান ধরে রাখতে হবে। আয় সংকোচন রোধ করতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই সংকটে মানুষের সার্বজনীন মৌলিক প্রয়োজন—খাদ্য, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, বাসস্থান ইত্যাদি প্রদানে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। পুনরুদ্ধার প্যাকেজ ও মুদ্রানীতি সহজ করাসহ কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। “সামাজিক নিরাপত্তা জাল” নামে কিছু কর্মসূচি থাকলেও তা নিতান্তই অপ্রতুল। তাছাড় উপরে উল্লেখিত কর্মসূচিটিও দুর্নীতিগ্রস্ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।