Advertisement
জুমবাংলা ডেস্ক : দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন।
এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ও পরবর্তী আন্দোলন কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-পরবর্তী সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দলের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।