জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষে কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৬,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।
পোষাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পার্সোনাল কেয়ার-এর সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন ‘কোড’ ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭-ই জুন, ২০২৫ পর্যন্ত। পাশাপাশি, নির্দিষ্ট কিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক অফারও।
দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো –
দেখে নিন উল্লেখযোগ্য অফারগুলো –
‘D2’ ও ‘D3’ কুপন কোডে সুপারস্টোরে ডিসকাউন্ট
নির্দিষ্ট সুপারস্টোরে ‘D2’ কুপন কোড যোগ করে প্রতিবার এক হাজার ৫শ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫শ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
‘D2’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব, বেঙ্গল মিট, মুস্তাফা মার্টসহ আরও বেশকিছু সুপারস্টোরে।
এদিকে দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘D3’ কোড যোগ করে প্রতিবার এক হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫শ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
‘D1’, ‘D5’ ও ‘D9’ কোডে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট
এই ঈদে পছন্দের ব্র্যান্ড শপে ‘D1’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১শ টাকা করে পাঁচ বারে সর্বোচ্চ ৫শ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। ‘D1’ কোড ব্যবহার করে যে মার্চেন্টগুলোয় ডিসকাউন্ট পাওয়া যাবে তার তালিকা দেখে নেওয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-key-merchant-promocode-offer-2025। পাশাপাশি দেশব্যাপী নানা ধরনের শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১শ টাকা করে তিন বারে মোট ৩শ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা। শপগুলোর লিস্ট দেখে নেওয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-mdt-promocode-offer-2025।
এছাড়াও ‘সারা লাইফস্টাইল’-এর যেকোনো আউটলেটে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D9’ যোগ করে পাওয়া যাচ্ছে ৩শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কুপন কোড যোগ করে ন্যূনতম এক ৫শ টাকা পেমেন্টে অফারটি উপভোগ করা যাচ্ছে।
‘A1’ ও ‘D8’ কোডে ফুটওয়ার ব্র্যান্ডে ডিসকাউন্ট
এপেক্স’র নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম দুই হাজার টাকা পেমেন্টে কুপন কোড ‘A1’ যোগ করে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। অফার চলাকালীন ১শ টাকা করে দুই বারে মিলবে এই ডিসকাউন্ট।
এদিকে ফুটওয়ার ব্র্যান্ড ‘ওয়াকার’র নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D8’ যোগ করে পাওয়া যাচ্ছে ৫শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে পাঁচ শতাংশ করে ২শ টাকা পর্যন্ত দুইবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ পাঁচ বারে মিলবে এই ডিসকাউন্ট।
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স
র্যাংগ্স ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট, সিঙ্গার, ভিভো ব্র্যান্ড শপ, স্টার টেক, রায়ান্স কম্পিউটার্স, মিনিস্টার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, হাইসেন্সসহ আরও বেশকিছু ইলেকট্রনিক্স আউটলেটে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন এক বার এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
এদিকে এই ঈদে ‘ওয়ালটন’ ও ‘ভিশন’ আউটলেট থেকে যেকোনো ইলেকট্রনিক্স ও গ্যাজেট কেনাকাটায় ন্যূনতম ১০ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৫শ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ফার্নিচার
ব্রাদার্স ফার্নিচার, হাই-টেক ফার্নিচার, নাভানা ফার্নিচার ও অটবি-তে ন্যূনতম ৩০ হাজার টাকা বা বেশি পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন এক বার ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
অনলাইন শপিং
অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ কেনাকাটায় ন্যূনতম ৩৯৯ টাকা বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ৫শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার, যা তারা ব্যবহার করতে পারবেন পাঁচটি পৃথক অর্ডারের ক্ষেত্রে। প্রতি অর্ডারে সর্বোচ্চ ১শ টাকা করে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও পছন্দের রেস্টুরেন্ট, কফিশপ, এবং সুইটস ও বেকারিতে যথাক্রমে ‘D4’, ‘D6’ ও ‘D7’ কোড ব্যবহার করে মিলবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
এই ঈদুল-উল-আজহায় বিকাশ পেমেন্টে কেনাকাটার সব ডিসকাউন্ট ও পেমেন্ট অফারগুলো একসাথে দেখে নেওয়া যাবে এই লিংকে — https://www.bkash.com/campaign/eid-ul-adha-payment-campaign-2025।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।