
জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে বিকাশের সেলসম্যানকে অচেতন করে সোয়া দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার কবিরাজপুরের মিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আতিকুর রহমানকে (২৫) একটি ক্লিনিকে ভর্তি করা হয়। আহত আতিকুর সদর উপজেলার কালিকাপুরের সালাউদ্দিন খানের ছেলে।
মাদারীপুর জেলার বিকাশের ডিস্টিবিউর ও প্রমি এন্টার প্রাইজের নির্বাহী পরিচালক মোস্তাক আহম্মেদ জানান, দুপুরে কবিরাজপুর থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে মাদারীপুরের দিকে ফিরছিল আতিকুর। পথে মিয়াবাড়ি এলাকায় আসলে বেশকয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
এতে আতিকুর অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় আতিকুরের কাছে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা আতিকুরকে উদ্ধার করে টেকেরহাট এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


