দাইয়ান নাফিস প্রধান: আজকে, এইতো সন্ধার পর সাইকেল নিয়ে বের হলাম। সাইন্স ল্যাব যাবো। ঢাকা শহরের চিরায়ত জ্যামের মাঝে বসে আছি, এমন সময় একটা ফোন আসল (নাম্বার – +8801966015580)
– হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বিকাশ থেকে নাহিদ (কল্পিত নাম) বলছি। আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে
– আমার অ্যাকাউন্ট কোন দুঃখে বন্ধ করবেন, কেন ?
– আপনি জানেন হয়ত সরকারিভাবে সমস্ত বিকাশ অ্যাকাউন্ট আবার চেক করা হচ্ছে। আপনি সঠিক তথ্য না জানালে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে
মেজাজ গরম হয়ে গেল। বেশিদিন হয়নি নতুন অ্যাকাউন্ট করছি। আবার কেন ভেরিফিকেশন করা লাগবে! এদিকে জ্যাম ছেড়ে দিছে। পায়ে চাকায় এগুচ্ছি আর কোনমতে এক হাতে ফোন নিয়ে আছি,
– আচ্ছা বলেন কী করা লাগবে
– জি, আপনার নাম ?
– মো. দাইয়ান নাফিস
– পিতার নাম ?
– মো. নজরুল ইসলাম
– আপনি যে আইডিটি ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তা কি আপনার নিজের আইডি নাকি পরিবারের কারো ?
– আমার নিজের
– আপনার পিনের শেষ তিন ডিজিট বলবেন
– (সন্দেহজনক!) ৪২৬
– আচ্ছা, আমরা আপনার অ্যাকাউন্টটি চালু করে দিচ্ছি। আপনার পিনটি পরিবর্তন করতে হবে। শেষ পিনটি বলবেন প্লিজ
– (শালার এমনিতেই জ্যামের মাঝে চলা লাগতেছে তারপর এই ব্যাটা শুরু করছে আবার বিটলামি) আমি আপনাকে আমার পিন বলব না
– কিন্তু কাজ সম্পূর্ণ করতে আপনার সাহায্য লাগবে
– বললাম তো, আমি আপনাকে পিন বলব না। ফোন রাখেন
– আচ্ছা, আপনার কি বিকাশ হেল্পলাইন নাম্বারটা জানা আছে ?
– না
– ১৬২৪৭, এই নাম্বার থেকে আপনার কাছে ফোন আসবে, আপনি সেখানে সাহায্য করবেন
– ওহ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা আসুক কল
+16247 নাম্বার থেকে কল আসল। আমি একটু অবাক হলাম সামনে ‘+’ দেখে। কিন্তু মনযোগ রাস্তা থেকে সরালাম না
– হ্যালো, আসসালামু আলাইকুম। বিকাশ থেকে বিজয় বলছিলাম। আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমাকে একটু পিনটা বলবেন
– (বিকাশ না পিন চায় না কখনো ? ধুরু, বিকাশে টাকাই নাই, পিন দিলে কি আর না দিলে কি) ৮৯৪২৬
– আচ্ছা ধন্যবাদ। বিকাশ সার্ভিস আপনাদের সবার চার্জ বাবদ যে টাকা কেটে রাখত তার অর্ধেক আপনাদের ফেরত দিচ্ছে। আপনি ৬৫০০ টাকা পাবেন
– (আমিতো এত টাকার লেনদেনই করি নাই! আচ্ছা, তুই দিলে আমি কি আর ‘না’ করতে পারি) আচ্ছা দেন, রাখি
– শুনুন শুনুন, আপনাকে এটা পাওয়ার জন্য ৬৫০০ ক্যাশ ইন করতে হবে। আপনার নিজের নাম্বারেই করতে হবে। তাহলে আপনি মোট ১৩০০০ টাকা পাবেন
– (আল্লাহ, এইগুলা আর সময় পাইল না, কাটে দিলে আবার কল দেয়, কী জ্বালা -_- ) আপনারা পরে ফোন দেন, ব্যস্ত আছি।
– আপনি একটি দোকানে যায় কেবল ক্যাশ ইন করুন, তারপর ক্যাশ আউট করে ফেরত দিয়ে দিবেন, হয়ে গেল। আমি লাইনে আছি। ক্যাশ ইন করে আমাকে জানাবেন
– আচ্ছা
যাইতে থাকলাম। রাস্তার পাশে একটা দোকান দেখে থামলাম। আমার ‘বিকাশ কর্মকর্তা’ তখনো লাইনে। দোকানদারকে বললাম,
– ভাই, এই যে এসব শুনতেছি, সরকার থেকে কি কিছু বলছে আপনাদেরকে ?
– না না, এসবে বিশ্বাস করবেন না
– কিন্তু ১৬২৪৭ থেকে যে কল আসল ?
– +১৬২৪৭ আছে দেখেন।
ধন্য জীবন আমার এই দেশে জন্ম নিছি, ফোন কানে নিলাম, এখন আর রাস্তার মাঝখানে নাই, তাই একটু স্বাভাবিক চিন্তা করা যায়, বললাম,
– হ্যালো, আপনার নাম বলবেন আর আপনি কোন শাখায় কাজ করছেন সেটা বলবেন
– শুনেন, আপনাকে আমরা টাকা কোথায় ভরতে বলছি, আপনার নাম্বারেই না ? আপনাকে কে কল দিছে ? বিকাশ হেল্পলাইন থেকেই না ? তাহলে আপনি সন্দেহ কেন করছেন ?
– আচ্ছা, আমি আপনার নাম্বার ডিএমপিতে দিচ্ছি। আপনারা সেখানে জবাব দিয়েন। ধন্যবাদ।
ফোনটা কেটে গেল। আমি অপ্রস্তুত হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। তখন জ্যামে থাকার জন্য আমি তার কথাগুলো ভালোভাবে শুনিও নি পর্যন্ত। আমার অ্যাকাউন্টে টাকা না থাকায় তাদের পিন দিতেও চিন্তা করিনি। কিন্তু একটা গ্রামের লোককে যদি এমন ১৬২৪৭ থেকে (সামনের + এর হিসাব বাদ দেন আপাতত) কল করে তার তথ্য চাওয়া হয়, সে কী করবে ? টিভিতে নাহিদের অ্যাড তো সবারই মুখস্থ, কিন্তু যদি আমার মত তাড়াহুড়োর অবস্থায় থাকে ?
১। এখানে সাইবার ক্রাইমের কেউ আছেন ? ডিএমপিতে অনলাইন মানি লন্ডারিং বা ফ্রড কেসের জন্য আলাদা একটা বিভাগ আছে। একটা নম্বর যেহেতু আছে, সেহেতু ট্রেস করার চেষ্টা করা যায়
২। এভাবে প্রায় অবিকল কোন নম্বর হ্যাক করা কতখানি সুলভ ? কী কী উপায়ে করা যেতে পারে ?
৩। আমার ফোনে কল আসলে কোন নম্বর ভেসে উঠবে তাতো আমার মোবাইল অপারেটরের নিয়ন্ত্রণে থাকার কথা না ?
ক) যদি থেকে থাকে, এমন সার্বজনীন নাম্বার সমূহের কাছাকাছি নাম্বার ব্যবহার করার অনুমতি দেওয়াটা কতটা বাঞ্ছনীয় ?
খ) যদি না থাকে তাহলে এর পিছে কারণ কী কী ?
আমি গাধামি করছি, স্বীকার করছি। আমার কাছে টাকা ছিল না বাদে খামখেয়ালিতে পার করে দিছি। কিন্তু যারা এতকিছু বুঝেন না, তাদের জন্য, এমন মূল হেল্পলাইন নাম্বারের প্রায় অবিকল নাম্বার ব্যবহার করতে পারার সক্ষমতা কতটা ভয়ংকর একটা বিষয় হতে পারে ?
লেখাটি Md. Daiyan Nafis Prodhan এর ফেসবুক আইডি থেকে নেয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।