জুমবাংলা ডেস্ক : নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতারণা করে ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ওই প্রতারণার ক্ষপ্পড়ে পড়েছেন উপজেলার শিকারপুর গ্রামের আছের উদ্দিনের মেয়ে আঁখি খাতুন (১৯)। সে রোজি মোজাম্মেল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানা যায়, বুধবার রাত ৭টার দিকে জননী ভ্যারাইটিজ স্টোরের মালিক রাকিবুল ইসলামের বিকাশের দোকানে এসে আঁখি পৃথক ছয়টি নাম্বারে মোট ১ লাখ ৪০ হাজার টাকা বিকাশ করতে বলে। এতে রাকিবুল তার কাছে বারবার টাকা চাইলে আঁখি বলেন, আমার কাছে টাকা আছে বিকাশ করা হলেই টাকা দেব। কিন্তু পরে আঁখি আর টাকা দিতে পারেনা। এ ঘটনায় আঁখিকে স্থানীয় লোকজন চাঁচকৈড় বাজারের একটি কাপড়ের দোকানে আটক রাখে।
আঁখি বলেন, আমাকে মোবাইল ফোনে এসএমএস করে বলা হয়েছিল উল্লেখিত টাকা পাঠালে তাকে সাথে সাথে লভ্যাংশসহ আসল টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু পরে বুঝতে পারলাম তারা প্রতারক। তাদের সব মোবাইল এখন বন্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।