স্পোর্টস ডেস্ক: ‘ব্যুত্থান: দৈহিক ও মানসিক কল্যাণমুখি এক অনুপ্রেরণামূলক ক্রীড়া’ শীর্ষক এক সেমিনার আজ (২৭ আগস্ট) সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে ব্যুত্থান মার্শাল আর্টকে অনবদ্য সাধনা ও আজীবন উৎর্সগপূর্বক বিশ্বের মাঝে তুলে ধরার জন্য বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রাশিদুল হাসান আর্চায ইউরী বজ্রমুনিকে ধন্যবাদ জানান।
তিনি ব্যুত্থান মার্শাল আর্টের অদ্বিতীয় পন্থাকে ক্রীড়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদ্ধতি হিসাবে উল্লেখ করেন।
মার্শাল আর্টের বিশ্ব রের্কডধারী গ্র্যান্ড মাষ্টার, আন্তর্জাতিক আইকন ও ডিসকভারি চ্যানেলখ্যাত সুপারহিউম্যান, সত্যপন শিক্ষাশ্রম-এর আর্চায ম্যাক ইউরী বজ্রমুনি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘ব্যুত্থান’ অর্থ হচ্ছে স্বাতন্ত্র্যের সাথে প্রতিরোধ। ব্যুত্থান এমন একটি আত্মরক্ষামূলক এবং আত্মউন্নয়নমূলক পদ্ধতি যা দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ।’
সেমিনারের প্রথম পর্বে বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষক) কর্ণেল এ.কে.এ.এম. মাজহারুল হক স্বাগত বক্তব্য জানান। এতে সারাদেশ থেকে আগত বিকেএসপি-এর কোচ এবং ফ্যাকাল্টি মেম্বারগণ অংশগ্রহন করেন।
সেমিনারে সহ-প্রতিযোগিতা সম্পর্কিত বিশেষ পর্বটি উপস্থাপন করেন ব্যুত্থান আন্তর্জাতিক সেন্টারের পরিচালক ক্যাপ্টেন (অব.) সাহানাজ জাহান।
বাংলাদেশে ২০১৩ সালে ব্যুত্থান ক্রীড়া ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) ক্রীড়া মন্ত্রণালয়ে যুক্ত হয়। বাংলাদেশ ব্যুত্থানের বর্তমান সভাপতি সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো: ফজলে রাব্বী মিয়ার তত্বাবধায়নে ব্যুত্থান কমব্যাট স্পোর্টস সফলতার সাথে দেশের ৪০টির বেশি জেলায় পরিচালিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


