বিকেলেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন স্বজনরা। এরপর রাতেই এলো কর্মসূচির ঘোষণা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিজয় র্যালি করবে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে তিনি এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এতে উপস্থিত থাকবেন।
এর আগে, জেল থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম একথা জানান। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)’তে খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে সেলিমা ইসলাম একথা জানান। এর আগে বেলা ৩টা ১০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের ৫ সদস্য।
সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতে দাখিল করা হাসপাতালের মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যথা। সে হাঁটাচলা পারছেন না। ঠিকমত খেতে পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২ নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।