নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন।
এস আলম গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের হাজার-হাজার কোটি টাকার বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের ব্যাংক থেকে চলে গেছেন। বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাসও অফিস ত্যাগ করেছেন, যিনি ডেপুটি গভর্নর পদমর্যাদার কর্মকর্তা। কাজী ছাইদুর রহমানের কক্ষ ঘিরে রেখেছেন কর্মকর্তারা। এরকম পরিস্থিতিতে নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, ব্যাংক খাত ধংসের জন্য যারা দায়ী, যারা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে অবৈধ সুবিধা দিয়েছেন, তাদের পদত্যাগ ও বিচার নিশ্চিত করা।
জানা গেছে, মঙ্গলবারের মতো বুধবারও গভর্নর আব্দুর রউফ তালুকদার অফিসে আসেননি। মঙ্গলবার রাতে তার দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও রাতে তিনি জানিয়েছিলেন, শিগগিরই অফিসে আসবেন তিনি। তবে সোমবার থেকেই তিনি সরকারি বাসভবনে নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।