বিনোদন ডেস্ক: ভারতীয় টিভি চ্যানেলে জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। আগেরবারের সাফল্যের ধারাবাহিকতায় শুরু হয়েছে অনুষ্ঠানটির সিজন ১২। সালমান খানের উপস্থাপনায় কালার্স টিভির এই বিখ্যাত শো শুরুর পরই প্রথম কয়েকদিন লাইমলাইটে ছিলেন অনুপ-জাসলিন।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সকলের নজর বিগ বস বাড়ির সদস্য রশ্মি বণিকের দিকে। যিনি এই মুহূর্তে বাড়ির ক্যাপ্টেন। তার রূপ আর গুণের আগুনে জ্বলছে বিগ বস। অনেক পেছন থেকে তিনি এগিয়ে এসেছেন সামনের দিকে।
সবাই এখন জানতে চাইছেন কে এই রশ্মি? খোঁজ নিয়ে জানা গেল, এই সুন্দরী কলকাতার মেয়ে। তার বয়স এখন ২৬। শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিবিএ পাশ করেছেন।
সাবলম্বী হওয়ার আশায় তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন। সেটা বেশ ভালো চলছে। মূলত লেদার আমদানি রফতানির কাজ করে তার প্রতিষ্ঠান। এছাড়াও তিনি মডেলিং করেন।
রশ্মির বহুদিনের স্বপ্ন ছিল তিনি বিগ বসে যাবেন। অবশেষে তিনি নাম লেখালেন ‘বিগ বস’র ১২তম আসরে। আর সবার মনযোগও কেড়ে নিলেন তিনি। অনেকেই তার খুব ভালো সম্ভাবনা দেখছেন এই অনুষ্ঠানে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.