স্পোর্টস ডেস্ক : বিগব্যাশে অস্ট্রেলিয়ান রাজ্য তাসমিনিয়ার সেই পেসার অভিষেকেই তুলে নিলেন ৫ উইকেট। এমনকি সেইদিন তার করা আগুনঝড়া বোলিংয়ে ৫ উইকেট নিয়েই ঝড় তুলেছেন তিনি।
কদিন আগেও অচেনা হারিস এক ম্যাচেই হয়ে গেলেন হিরো। মেলবোর্ন স্টার্সের পেসার ডেল স্টেইনের ইনজুরিতে দলে সুযোগ পান তাসমানিয়া রাজ্যের হয়ে খেলা পেসার হারিস রউফ।
রবিবার (২২ ডিসেম্বর) বিগ ব্যাশের ম্যাচে মেলবোর্ন স্টার্স আগে ব্যাট করে করেছিল ৪ উইকেটে ১৬৩। জবাবে ব্যাট করতে নেমে হারিস রউফের বোলিংতোপে মাত্র ১১১ রানেই অলআউট হয় হোবার্ট হারিকেন্স।
বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই ম্যাকডরমটকে ফিরিয়ে নেন প্রথম উইকেট। দ্বিতীয় ওভারে নেন ৩ উইকেট। ১৪৩ কি.মি. গতির বাউন্সারে কট বিহাইন্ড বানান ম্যাকলাইজার রাইটকে। ওই ওভারেই ১৪৭ কি.মি. ইয়র্কারে স্টাম্প খোয়ান টমাস রজার্স। একই ওভারের পঞ্চম বলে কাইস আহমেদেরও হয় একই দশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


