জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কারে সাধারণ জনগণ, বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মীদের মতামত নিতে ওয়েবসাইট চালু করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ওই ওয়েবসাইট ছাড়াও ই-মেইল ও ডাকযোগেও প্রস্তাব বা মতামত পাঠানো যাবে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলেছে, অংশী জনদের মতামত সংগ্রহে কমিশন একটি ওয়েবসাইট (www.jrc.gov.bd) চালু করেছে। সেখানে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/অংশী জনদের মতামত নিতে পৃথক প্রশ্নমালা দেয়া আছে। তাই সংশ্লিষ্ট অংশী জনদের জন্য নির্বাচিত প্রশ্নমালা যথাযথভাবে পূরণ করে ৭ ডিসেম্বরের মধ্যে মতামত দিতে কমিশন সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারও সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।
নির্দিষ্ট প্রশ্নের বাইরেও সংস্কারের বিষয়ে কোনও সুপারিশ করতে চাইলে কমিশনের ই-মেইলে ([email protected]; [email protected]) পাঠানো যাবে।
এ ছাড়া ডাকযোগে সংস্কার প্রস্তাব পাঠানো যাবে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০ ঠিকানায়।
ব্যাপক গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিন দিনের মাথায় ৮ আগস্ট শপথ নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতার পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।
এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। তার নেতৃত্বে কমিশন সংস্কার কাজ এগিয়ে নিতে বিভিন্ন জনের মতামত নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।