
বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রণীত রোডম্যাপ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোজওয়ে। রোববার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির নেতৃত্বে নেওয়া উদ্যোগ ও এ পর্যন্ত অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব। তিনি উল্লেখ করেন,
বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির রোডম্যাপ অত্যন্ত মূল্যবান এবং একই সঙ্গে বাস্তবসম্মত।
বৈঠকে উভয়পক্ষ বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে নিয়োগপদ্ধতিতে ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতার নতুন মাত্রা যোগ হয়েছে বলে শার্লি বোজওয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়, গত ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন শার্লি বোজওয়ে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় হলে বিচার বিভাগের কার্যকর পৃথক্করণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে।
এ সময় তিনি প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের নির্ধারিত লক্ষ্য অর্জনে কমনওয়েলথ সচিবালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



