বিনোদন ডেস্ক: ভালোবেসে ঘর বেঁধেছিলেন নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। তাদের প্রেম-বিয়ে সবই হয়েছে বেশ গোপনে। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীতে বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন তারা। তবে জীবনের শেষ দিন পর্যন্ত এক ছাদের নিচে থাকা হলো না তাদের। ২০২০ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হেঁটেছেন এই দম্পতি।
মম-শিহাবের বিয়ে এবং বিচ্ছেদের মধ্যে এক জায়গায় বেশ মিল রয়েছে। সেটি হলো- বিয়ের খবর জানিয়েছিলেন চার বছর পর, আর বিচ্ছেদের খবর জানালেন দুই বছর পর। তারা দুজনেই বিচ্ছেদের খবরটি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে মম বলেন, অনেকেই জিজ্ঞেস করেন, আমরা (মম-শিহাব) কেমন আছি? আমাদের সংসার কেমন চলছে? কিন্তু বলতে পারছিলাম না যে, আমরা সংসার করছি না। দুই বছর আগেই আমাদের বিচ্ছেদ হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরও বলেন, ভানভণিতা করতে আমার ভালো লাগে না। তাই সবাই জানুক, আমাদের ডিভোর্স হয়ে গেছে।
অন্যদিকে শিহাব শাহীন বলেন, ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, কাজ করে যেতে চাই।
ফের বিয়ের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, কিছুদিন আগে আমার নতুন কাজ ‘মায়াশালিক’ রিলিজ হয়েছে। কাজের বিষয়টি আড়াল করতেই হয়তো কেউ এসব ছড়াচ্ছে।
প্রসঙ্গত, এক সময় শিহাব শাহীন ও জাকিয়া বারী মমর প্রেম ছিলো শোবিজের চর্চিত বিষয়। তাদের বিয়ের খবর বহুবার গুঞ্জন হিসেবে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কখনই বিয়ের কথা স্বীকার করেননি তারা। একই বাসায় তাদের বসবাস করার খবরও চাউর হওয়ার পরও বিয়ে বা সম্পর্কের কথা অস্বীকার করতেন শিহাব-মম। পরবর্তীতে ২০১৯ সালের ২০ নভেম্বর ফেসবুকে নিজেরাই বিয়ের খবর জানান।
মম তার ফেসবুকে শিহাবের সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন লেখেন, তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।
অন্যদিকে শিহাব শাহীন লিখেছিলেন, চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম।
সে সময় বিয়ে প্রসঙ্গে শিহাব শাহীন গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। তার আগে বেশ কয়েক বছর প্রেম ছিল। নিজেদের জানা শোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।