বছরের শেষ দিনে বিচ্ছেদের খবরের মধ্যেই বড় মেয়ে স্নেহার জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন সংগীতশিল্পী সালমা। সন্তানদের ভবিষ্যৎ, আত্মনির্ভরতা ও আলোর মতো নিজেকে গড়ে তোলার বার্তায় উঠে এসেছে একজন মায়ের গভীর অনুভূতি।

আজ ৩১ ডিসেম্বর সালমার বড় মেয়ে স্নেহার জন্মদিন। বিচ্ছেদ আবহের মাঝে নিজের ফেসবুকে মেয়েকে নিয়ে এ গায়িকা লিখেছেন, ‘আজকে আমার স্নেহার জন্মদিন। আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি।’
প্রথম মাতৃত্বের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কী মায়া ভরা মুখ, আমার কলিজা, আমার আত্মা, আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়েছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি। কি যে করেছি পাগলামি আমি জানি শুধু আর তোমার নানি জানে।’
মেয়ের উদ্দেশে গায়িকার কথা, ‘মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সকল সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মূখ উজ্জল করো। অনেক বড় হও। আকাশের মতো বিশাল হও,কেউ যেন আঙুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে।’
মা হিসেবে সালমার পরামর্শ, ‘আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা-মা চিরোজীবন দুনিয়াতে থাকবে না।একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক নিজের আলো তে ঠিক পথ খুঁজে পাবে।’
সবশেষে লেখেন, ‘মাগো আল্লাহ তোমাকে সকল সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়া সুখের জান্নাত তোমার কোনো কষ্ট হলে আমার পৃথিবী অন্ধকার। একদিন তুমি অনেক বড় হবে ইনশাআল্লাহ মায়ের আশীর্বাদ তোমার সাথে সব সময়। আমি যে দিন মারা যাব ওই দিন ও তোমার আর সফিয়ার চোখ দিয়ে এই দুনিয়া দেখব। আমার স্নেহার জন্য সবাই দোয়া করবেন।
স্নেহা সালমা ও শিবলীর সন্তান। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে ঘর ভাঙে তাদের। এরপর ২০১৮ সালে সালমার বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। গতকাল থেকে সে ঘর ভাঙার খবরে আলোচনায় গায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


