বিজয়-রাশমিকার ধামাকা, ৪ দিনের আয় ১০০ কোটি রুপি
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘বারিসু’ মুক্তির চার দিনের মাথায় ১০০ কোটিরও বেশি আয় করেছে। পরিচালক ভামসি পায়দিপল্লীর পরিচালিত আলোচিত সিনেমাটিতে বিজয়ের বিপরিতে অভিনয় করেছেন ‘ভারতের জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।
বুধবার (১১ জানুয়ারি) তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির মাত্র চারদিনে বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করেছে।- খবর ইন্ডিয়া টুডে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, ‘বারিসু’ সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
জানা যায়, সিনেমাটি মুক্তির দিনই আয় করে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।
শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে দিল রাজুর প্রযোজনার সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। বিজয়-রাশমিকার সঙ্গে এই সিনেমায় আরও দেখা যায় প্রকাশ রাজ, শরৎকুমার, জয়সুধা, শ্রীকান্ত, শাম এবং যোগী বাবুসহ আরও অনেকেই। আনুমানিক ৩ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।
বারিসুর তেলুগু সংস্করণের নাম বারাসুডু। তেলেগু সংস্করণটি (শনিবার) ১৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় মুক্তি পাওয়ার কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।