জুমবাংলা ডেস্ক : অদ্য ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর নামক স্থানে মাদক চোরাকারবারী মোঃ আবুল হোসেন (২৭), পিতা-মোঃ সাহাব উদ্দিন, গ্রাম- বিছনাকান্দি, পোস্ট অফিস-হাদারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এবং মোঃ মনছুর চৌধুরী (২৩), পিতা-মোঃ মনির মিয়া চৌধুরী, গ্রাম-বিলপার, পোস্ট অফিস-হরিধরপুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে ভারতীয় ০৫ বোতল বিয়ার এবং ০১ টি ইয়াহামা এমটি-১৫ মোটরসাইকেলসহ বিছনাকান্দি বিওপির টহলদল আটক করে।
আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।