আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩০ আগস্ট হিন্দুদের রাখিবন্ধন উৎসব। আর ওইদিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছনোর জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সূত্র বলছে, গত সোমবার রাতে বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানে তিনি দাবি করেন, তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তার সরকার নিয়েছে, তা মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তার সামগ্রিক বোধকে বাড়িয়ে দিয়েছে। এরপরই তিনি নির্দেশ দেন রাখিবন্ধনের দিন মুসলিম মহিলাদের কাছে পৌঁছনোর।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে জোট বেঁধেছে বিরোধীরাও। এই পরিস্থিতিতে মোদি চাইছেন, প্রচারের মাত্রা বাড়িয়ে লোকসভার লড়াই এখনই জোরকদমে শুরু করে দিতে। আর সেই লক্ষ্যেই এদিনের বৈঠক। জানা যাচ্ছে, মোদি ও বিজেপির অন্যান্য বর্ষীয়ান নেতারা এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সেই সঙ্গে বহু সাংসদকেই মোদি নির্দেশ দেন সমাজের সব মানুষের কাছে পৌঁছনোর। আর সেই প্রসঙ্গেই তিন তালাক নিষিদ্ধ করার কথা বলতে দেখা যায় তাকে।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মোদিকে প্রায়ই মুসলিম মহিলাদের জন্য তার সরকারের করা সংস্কারের পদক্ষেপগুলি তুলে ধরতে দেখা গিয়েছে। গত রোববার তার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে হজ যাত্রার প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, এই বছর ৪ বাজার মুসলিম মহিলা পুরুষ সঙ্গী ছাড়াই সউদী আরবে গিয়েছেন হজে। তাদের দিকে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদি সরকার। লোকসভা নির্বাচনে হিন্দু ভোটব্যাংকের পাশাপাশি মুসলিম ভোটব্যাংকের কথা মাথায় রেখেই এই প্রচারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী, মনে করছে ওয়াকিবহালের একাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।