বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সরগরম টলিউড। তারকাদের দলাদলি নিয়ে হইচই পেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় এবার টলিউড অভিনেত্রী পায়েল সরকার বিজেপিতে যোগ দিলেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে হাতে পতাকা তুলে দিয়ে পায়েলকে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Advertisement
এর আগে, গতকাল টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকেই দলীয় পতাকা নিয়েছিলেন সায়নীর ঘোষ, কাঞ্চন মল্লিকরা। ধারণা করা হচ্ছে, আজ তার পাল্টা দিল বিজেপি। বিজেপিতে নাম লেখালেন পায়েল সরকার।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে কার্যত দু’ভাগে ভাগ হয়ে গেছে টলিপাড়া। একসময়ে যে দলে ভিক্টর ব্যানার্জি বা জর্জ বেকার ছাড়া টলিপাড়ার প্রতিনিধি খুঁজে পাওয়াই দুস্কর ছিল, সেখানেই তারকার ঢল।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।