স্পোর্টস ডেস্ক: স্বপ্ন অবশেষে সত্যি হলো। ইতিহাস ধরা দিলো হাতে। নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ দল। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য অবিস্মরনীয় বটে। টেস্টে টানা পাঁচ দিন মাউন্ট মঙ্গানুইয়ে দাপট দেখিয়েছে টাইগাররা। ব্যাটার-বোলাররা দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেছেন। বিশেষ করে পেসার এবাদতের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ।
প্রথম ইনিংসেও বোলারদের সম্মিলিত পারফরমেন্সে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর চার ব্যাটারের হাফ-সেঞ্চুরির ইনিংসে সুবাদে ৪৫৮ রানের সংগ্রহ পায় টাইগাররা। এতে প্রথম ইনিংস থেকে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ। টপ অর্ডারে মাহমুদুল হাসান জয় ৭৮, নাজমুল হোসেন শান্ত ৬৪, অধিনায়ক মোমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬ রান করেন। ৩ রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন মেহেদি হাসান মিরাজ। ৪৭ রানে ফিরেন তিনি।
আর দ্বিতীয় ইনিংসে এবাদতের তোপের মুখে ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে শেষ আট উইকেট হারায় কিউইরা। এতে বাংলাদেশকে মাত্র ৪০ রান ছুঁেড় দেয় নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়ে সেই টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছসিত বাংলাদেশ ক্রিকেট দল।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ শেষে ড্রেসিংরুমে বাঁধ-ভাঙ্গা উল্লাসে মেতেছিলো মোমিনুল-মুশফিক-লিটনরা।
ড্রেসিংরুমে ‘আমরা করবো জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছে পুরো বাংলাদেশ দল। গান শুরুর আগে সবাইকে উৎসাহ দিয়ে মুশফিক চিৎকারে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ করো।’
এরপরই কাঁধে-কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে দলের সকলে শুরু করে ‘আমরা করবো জয়’- গানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।