নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক সংগঠন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৮টার দিকে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক সংগঠন একে একে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সামাজিক সংগঠন হিসেবে কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়িার মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি প্রাণ গোপাল সূত্র ধর, নির্বাহী সদস্য আশরাফুল হক সোহেলসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনটি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মসজিদ, কবরস্থান, মন্দির, গির্জা, স্থানীয় রাস্তা-ঘাটের পাশে বৃক্ষ রোপন, করোনাকালীন সময়ে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টারিং, অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে কোভিড ১৯ পরীক্ষা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ, ছিন্নমূলদের মাঝে জামা-কাপড় বিতরণ, শারীরিক প্রতিবন্ধীদের কৃত্তিম হাত-পা প্রতিস্থাপনের সহায়তা এবং মাদ্রাসা ও এতিমখানায় মাছের পোনা অবমুক্ত কর্মসূচির মত বেশ কিছু সামাজিক কর্মসূচি পালন করেছে। যে কারণে সংগঠনটি স্থানীয়ভাবে গণমানুষের ভালবাসার সংগঠনে পরিনত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।