বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন ও জাংকুক সামরিক দায়িত্ব শেষ করে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে ফিরেছেন। বুধবার (১১ জুন) ইয়নচিয়ন কাউন্টির একটি সামরিক ঘাঁটির সামনে তাদের স্বাগত জানাতে জড়ো হয় শত শত অনুরাগী। এদের মধ্যে ব্রাজিল ও পর্তুগালের ভক্তরাও ছিলেন, যারা শুধুমাত্র প্রিয় তারকাদের একবার দেখার আশায় এসেছিলেন।
বুধবার (১১ জুন) ইয়নচিয়ন কাউন্টির একটি সামরিক ঘাঁটির কাছে শত শত ভক্ত জড়ো হন তাদের শুভেচ্ছা জানাতে। এমনকি অনেকে ব্রাজিল ও পর্তুগালের মতো দেশ থেকেও এসেছিলেন প্রিয় শিল্পীদের এক ঝলক দেখার জন্য। এদিন জিমিন ও জাংকুক ফুলের তোড়া হাতে গাড়ি থেকে নেমে ভক্তদের উদ্দেশে স্যালুট করেন ও অভিব্যক্তি জানান।
জিমিন তার ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের ধৈর্য ও নিঃস্বার্থ ভালোবাসার জন্য। তিনি বলেন, ভক্তরা অনেক দিন ধরে তাদের ফেরার অপেক্ষায় ছিলেন। এখন যেহেতু তারা সকলেই সামরিক দায়িত্ব শেষ করে ফিরে এসেছেন, তারা আবার একসঙ্গে কাজ শুরু করতে পারবেন ও স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন।
সাউথ কোরিয়ায় সামরিক সেবা দিতে ব্যান্ডটি ২০২২ সালে সাময়িক বিরতির ঘোষণা দেয়। ব্যান্ড সদস্য জিন ২০২২ সালের ডিসেম্বর মাসে তার সামরিক সেবা শুরু করেন। বাকি সদস্যরাও বিভিন্ন সময় আলাদা মেয়াদে দায়িত্ব পালন করেন। এদিকে মঙ্গলবার (১০ জুন) সামরিক দায়িত্ব পালন শেষ করে ফিরেছেন আরএম ও ভি। শেষ সদস্য সুগা সামরিক সেবা শেষ করবেন ২১ জুন।
Four More Shots Please!: চার নারীর স্বাধীনতার গল্পে লুকিয়ে থাকা প্রেমের চরম উষ্ণতার সিরিজ!
FAQs
১. জিমিন ও জাংকুক কবে সামরিক দায়িত্ব শেষ করেন?
জিমিন ও জাংকুক ২০২৫ সালের ১১ জুন আনুষ্ঠানিকভাবে সামরিক দায়িত্ব শেষ করেন। এদিন তারা দক্ষিণ কোরিয়ার ইয়নচিয়নের সামরিক ঘাঁটি থেকে বের হয়ে ভক্তদের উদ্দেশে স্যালুট করেন।
২. বিটিএস ব্যান্ডের আর কে কে সামরিক সেবা শেষ করেছেন?
জিন, জে-হোপ, আরএম, ভি, জিমিন ও জাংকুক ইতোমধ্যে সামরিক সেবা শেষ করেছেন। কেবল সুগা এখনো দায়িত্বে আছেন এবং তিনি ২১ জুন ২০২৫ তারিখে মুক্ত হবেন।
৩. বিটিএস কবে আবার একসঙ্গে কাজ শুরু করতে পারে?
ব্যান্ডের সব সদস্য সামরিক দায়িত্ব শেষ করার পর, অর্থাৎ ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বিটিএস আবার একসঙ্গে কাজ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪. বিটিএস সামরিক সেবা কবে শুরু করে?
বিটিএস ব্যান্ড ২০২২ সালে সাময়িক বিরতির ঘোষণা দেয় সামরিক সেবার জন্য। প্রথম সদস্য জিন ২০২২ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব শুরু করেন।
৫. বিটিএসের সদস্যদের ফেরার সময় ভক্তদের প্রতিক্রিয়া কেমন ছিল?
ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাঁটির বাইরে অপেক্ষা করছিলেন। কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এসেছিলেন তাদের প্রিয় তারকাদের এক নজর দেখতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।