Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিটিভি দেখে যা বলছেন ভারতীয় দর্শক
আন্তর্জাতিক জাতীয় বিনোদন

বিটিভি দেখে যা বলছেন ভারতীয় দর্শক

জুমবাংলা নিউজ ডেস্কSeptember 13, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: চলতি মাসের ২ তারিখ সকাল থেকে ভারতে প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ওই দিন বিকালে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে ভারতে বিটিভি সম্প্রচার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন।

এখন জানতে ইচ্ছা করতেই পারে, সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ভারত তথা পশ্চিমবঙ্গে মানুষ বিটিভি দেখছেন কিনা! বলাকা সেনগুপ্ত নামে এক নারী ফেসবুকে বিটিভি সম্পর্কে লিখেছেন, ‘গত তিন চারদিন ধরে বিটিভির অনুষ্ঠান দেখছি। চ্যানেলটার নাম বিটিভি ওয়ার্ল্ড। বাংলাদেশ টেলিভিশন নয়। মনে হয় এটা বিদেশের দর্শকদের জন্যই খোলা হয়েছে। প্রথম দিন বেশ ভালই লাগল। নতুন জিনিস ভালো মন্দ যাই হোক, দেখেছি সারাদিন। কিন্তু পরদিন থেকে একই অনুষ্ঠানের পুনরাবৃত্তি। যখনই বিটিভি খুলছি তখনই অবাক হয়ে ভাবছি আরে এটা তো আগেই দেখেছি। রোজই এক অনুষ্ঠান, একই প্রচার একই গান। অন্তত আমার চোখে পড়েনি নতুন কিছু।’

বলাকা সেনগুপ্তর এমন মন্তব্যের যৌক্তিকতা খুঁজতে যোগাযোগ করা হলো পশ্চিমবঙ্গের পরিচিতজনের সাথে। মল্লিকপুরের বাসিন্দা নিখিলেষ ঘোষের কাছে বিটিভি খুব একটা মন্দ লাগছে না। তিনি বলেন, ‘বিটিভি যে খুব দেখছি তা না। মাত্র তো কদিন হলো ভারতে প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ সম্পর্কে জানতে পারছি। দিনের অনুষ্ঠান কাজের চাপে দেখা হয় না। রাতে নাটক দেখেছি। এমনিতে পশ্চিমবাংলায় বাংলাদেশের নাটকের চাহিদা আছে। আগে ইন্টারনেটে দেখতাম। এখন টিভিতে দেখছি।’

তবে সরকারের গুনগান বেশি গাওয়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করলেন শিয়ালদহ স্টেশন লাগোয়া একটি আবাসিক হোটেলের ম্যানেজার প্রবীর বোস। তিনি বলেন, ‘আমাদের হোটেলের অধিকাংশ অতিথি বাংলাদেশি। ট্রেন থেকে নেমেই আমাদের হোটেলে বাংলাদেশি অতিথিরা আসেন। তাই তাদের জন্য আজকাল বিটিভি চালিয়ে রাখছি। যদিও তারা বিটিভি দেখে না। কাজকর্মে ব্যস্ত থাকে। আমাদের দেখা পড়ে। আমার কাছে তো ভালো লাগছে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছি। বাংলাদেশকে জানতে হলে তো বঙ্গবন্ধুকে জানতে হবে। তবে সমস্যাটা হলো একই অনুষ্ঠান বারবার টেলিকাস্ট করে বিটিভি। এটা বিরক্তিকর। মাঝে মাঝে তো চ্যানেল পরিবর্তন করে দেই। কতক্ষণ আর একই অনুষ্ঠান দেখা যায়! বিটিভির উচিত এসব বিষয়ে খেয়াল রাখা।’

তবে পশ্চিমবঙ্গের ইউটিউবার দীপায়ন রায় বিটিভির দর্শক নিয়ে কথা বললেন।  তিনি বলেন, ‘শুনেছি বিটিভির প্রচার শুরু হয়েছে ভারতে। এটা ভালো খবর। কিন্তু ডিটিএইচ ফ্রি ডিশের মাধ্যমে কতজন মানুষ বিটিভি দেখবে সেটাই বড় কথা! আজকাল ভারতে ফ্রি ডিশ গ্রহীতার সংখ্যা খুব কম। খেটে খাওয়া মানুষও পেইড সংযোগ নেয়। গ্রামে হোক সেটা পাহাড়ে। এত প্রচারণা করে বিটিভির সম্প্রচার শুরু হলো, কিন্তু ফ্রি ডিশের মাধ্যমে বিটিভি সম্প্রচার করায় মানুষের আগ্রহ থাকবে না বলে মনে করি।’

এদিকে একই অনুষ্ঠান বারবার দেখানো প্রসঙ্গে বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ বলেন, ‘বিটিভি ওয়ার্ল্ড শুধু ভারতে প্রচারিত হয় না। এটা সারাবিশ্বের সম্প্রচার করা হয়। ভারতে যখন দিন, তখন অন্য কোনো একটা দেশে রাত। যেদেশে রাত সেদেশের দর্শক তো দিনের প্রচারিত অনুষ্ঠান দেখতে পারে না। তাই পুনঃপ্রচার করা হয়। এটা করতেই হবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

December 23, 2025
গর্ভবতী

বিয়ের পর টানা ১০ বছর গর্ভবতী ছিলেন তরুণী, এবার থামতে চান

December 23, 2025
শ্রীনন্দা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

December 23, 2025
Latest News
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

গর্ভবতী

বিয়ের পর টানা ১০ বছর গর্ভবতী ছিলেন তরুণী, এবার থামতে চান

শ্রীনন্দা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন বিক্ষোভকারীরা

নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

শ্রীদেবী -মাধুরী দীক্ষিত

শ্রীদেবীর সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু

মার্কিন অভিনেতা জেমসের রহস্যজনক মৃত্যু

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.