পেনাল্টি ঠেকানোতে এমিলিয়ানো মার্তিনেজ খ্যাতি পেয়েছেন আগেই। কলম্বিয়ার বিপক্ষেই তিন পেনাল্টি ঠেকিয়ে তার উত্থান। বুধবারের ম্যাচে অবশ্য তেমন কিছু হয়নি। হামেস রদ্রিগেজের পেনাল্টি রিড করতেই ভুল করেছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। হামেসের শক্তিশালী পেনাল্টি আশ্রয় নেয় জালে। তাতেই আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিড কলম্বিয়া।
২-১ গোলের সেই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখেছিল স্বাগতিকরা। এই ম্যাচের মধ্য দিয়েই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধটাও যেন তুলল হামেস রদ্রিগেজরা। তবে জয়ের দিনে কিছুটা বিতর্কের কালিমাও যুক্ত হয়েছে কলম্বিয়ার কপালে। জয়সূচক গোলের পেনাল্টি নিয়ে আছে নানান প্রশ্ন। কলম্বিয়ার পক্ষে অনৈতিকভাবে রেফারি বাঁশি বাজিয়েছেন এমনই অভিযোগ আর্জেন্টিনা কোচ স্কালোনির।
কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে একদফা। নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ট্যাকেল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিএআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করেন হামেস রদ্রিগেজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষুব্ধ শোনালো আর্জেন্টাইন কোচের কণ্ঠ, ‘পেনাল্টিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সে (রেফারি) এবং পাঁচজন ভিএআর অফিসিয়াল কেবল পেনাল্টি দেখতে পেয়েছে। আর কারো তা মনে হয়নি। ফুটবল এমন এক খেলা, যেখানে আশেপাশে নজর রাখতে হয়। আর মুনোজ (ফাউলের শিকার হওয়া কলম্বিয়ান রাইটব্যাক) নিজেও কোন অভিযোগ করেনি। এখানেই বিষয়টা শেষ হওয়া দরকার ছিল। এটা নিয়ে বাড়তি কিছু করা উচিত ছিল না।’
ভিএআর ক্যামেরার অ্যাঙ্গেল নিয়েও সমালোচনা করেছেন আর্জেন্টিনার কোচ। তার ভাষ্য, ‘প্রথমে এমন ছবি দেখানো উচিত না যেখানে দেখেই মনে হয় স্পর্শ হয়েছে। রেফারিকে পুরো ঘটনার সবটা দেখাতে হবে এবং সেখান থেকেই সিদ্ধান্ত আসবে। কিন্তু তারা রেফারিকে এমন ছবি দেখিয়েছে, যেখানে মনে হয় একটা স্পর্শ ছিল। এসব জিনিস আমি পরিবর্তন করতে পারব না। তবে আমার মনে হয় কিছু উন্নতির দরকার।
পেনাল্টি নিয়ে ম্যাচশেষে আপত্তি জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। টিওয়াইসি স্পোর্টসের ক্যামেরায় তার মন্তব্য ছিল এটা পেনাল্টি হতেই পারে না, ‘কোনোভাবেই এটা পেনাল্টি না। ভিএআর কেন ওটা দেখল আর হুলিয়ান আলভারেজের পেনাল্টি আবেদন দেখেনি? আমরা জানি এখানে খেলা কঠিন হবে সেটা আবহাওয়ার জন্য এবং কলম্বিয়ার আগ্রাসী খেলোয়াড়দের জন্য।’
আর্জেন্টিনার জন্য চলতি বছর এটিই প্রথম হার। শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে। সেই সঙ্গে ২০১৯ সালের কোপা আমেরিকার পর ৫ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছে আজ। এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের। কলম্বিয়ার কাছে হারের পরেও অবশ্য বাছাইপর্বে সবার ওপরে থাকছে আর্জেন্টিনা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel