
কানাডার একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কানাডায় সম্প্রচারিত একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নেন ট্রাম্প। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতি নিয়ে কিছু নেতিবাচক বার্তা দেওয়া হয়, যা ট্রাম্পের প্রশাসনকে পরোক্ষভাবে ব্যঙ্গ করেছে বলে অভিযোগ।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে লেখেন,
“বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত ছিল। কিন্তু কানাডা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন সময়েও তা সম্প্রচার করেছে—এটা প্রতারণার শামিল।”
তিনি আরও বলেন,“তাদের তথ্য বিকৃত করার কারণে এবং শত্রুতাপূর্ণ আচরণের জন্য আমি বর্তমানে যে শুল্ক কার্যকর আছে, তার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।”
এর আগে, গত বৃহস্পতিবারই এই বিজ্ঞাপন ইস্যুতে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছিলেন,
“কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।”
সূত্র: আলজাজিরা, বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



