বিনোদন ডেস্ক: ‘রামায়ণ’ বিবৃতির অভিযোগ, অশ্রাব্য সংলাপ—সব মিলিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমার। তবে বক্স অফিসের রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত সন্তোষজনক বলেই মনে করছে সিনেমাটির পুরো টিম।
মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ শনিবারও (১৭ জুন) সেঞ্চুরি হাঁকিয়েছে ‘আদিপুরুষ’। প্রযোজনা সংস্থা টি-সিরিজের তরফে টুইট বার্তায় জানানো হয়, প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ১৪০ কোটি রুপি সংগ্রহ করেছিল। আর দ্বিতীয় দিনে ১০০ কোটি রুপি সংগ্রহ করেছে। সুতরাং দুদিনে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘আদিপুরুষ’-এর হিন্দি সংস্করণও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রথমদিন হিন্দি বলয়ে ৩৭ কোটি ২৫ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। শনিবার দ্বিতীয় দিনেও হিন্দি সংস্করণের আয় ৩৫ কোটির আশেপাশে ছিল।
ট্রেড অ্যানালিস্টের মতে, রবিবার ‘আদিপুরুষ’-এর হিন্দি ভার্সন ১০০ কোটির গণ্ডি পার করে ফেলবে সহজেই। যদিও এই সিনেমার ‘অ্যাসিড টেস্ট’ শুরু হবে সোমবার থেকে।
দর্শক, সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করলেও দুর্দান্ত মার্কেটিং-এ ভর করে বক্স অফিসের প্রাথমিক পুরো নম্বর পেয়ে উতরে গিয়েছেন প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলি খানরা।
প্রসঙ্গত, বিতর্কের মুখে পড়ে ইতোমধ্যেই সিনেমার ‘অশ্রাব্য সংলাপ’ বদলানোর কথা জানিয়েছেন নির্মাতারা। বজরংবলির মুখে ‘জ্বলেগি তেরে বাপ কী’ সংক্রান্ত যে সংলাপ শোনা গেছে তা আগামী এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে ‘আদিপুরুষ’ টিম।
‘আদিপুরুষ’-এর জন্য প্রভাস-কৃতি-সাইফরা কত টাকা পেলেন, জানলে চোখ কপালে উঠবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।