আমাদের কোন কিছু জানার দরকার হলে গুগলে সার্চ করে থাকি। তথ্য সন্ধান করার জন্য গুগল অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবছর গুগল এ কোন জিনিস সবথেকে বেশি সার্চ করা হয়েছে, কোন তারকাদের নিয়ে কৌতুহল ছিল সবার তা নিয়ে আজকের আর্টিকেল আলোচনা করা হবে।
গুগল এ বিষয়ে তাদের রিসার্চ সম্পন্ন করেছে এবং তা পাবলিশ করে দিয়েছে। প্রতিটি দেশে যেসব বিষয় নিয়ে সবথেকে বেশি সার্চ করা হয়েছে তার তালিকা দিয়েছে গুগল। ভারতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানীর নাম সবথেকে বেশি সার্চ করা হয়েছে।
কিয়ারার স্বামী মালহোত্রা এ তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি আছেন ষষ্ঠ অবস্থানে। এ বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের রাজধানীতে বিয়ে করেন কিয়ারা আদ্ভানি। সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া থেকেই কিয়ারা এবং মালহোত্রা এক অপরের কাছে আসেন এবং বিয়ে করেন।
তাদেরকে ভারতের সবথেকে জনপ্রিয় জুটির একটি হিসেবে বর্ণনা করা হয়। তাছাড়া সতীশ কৌশিক, ফ্রান্সের তারকা মেথুও প্যারি তালিকায় যুক্ত হয়েছেন। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিকেটার শুভমান গিল। সাম্প্রতিক সময়ে ভারত তথা বিশ্ব ক্রিকেটে তরুণ খেলোয়াড় হিসেবে শুভমান গিল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং চমৎকার পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। তাই শুভমান গিলকে বলা হয় ভারতীয় ক্রিকেটের বর্তমান বিস্ময়।
এজন্য ভারতের ক্রিকেটারদের মধ্যে গুগলের সার্চ তালিকায় তিনি আছেন সবার উপরে। মাঠের বাইরে শুভমান গিলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কখনো শোনা গেছে শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে পছন্দ করেন তিনি।
এসব বিশ্বাস সম্পর্কে জানতেই ভারতীয়রা তার সম্পর্কে গুগলে এত বেশি সার্চ করেছেন। বিনোদন জগতে ফারজি টিভি সিরিজ নিয়ে গুগলে অনেক বেশি সার্চ করা হয়েছে। এই টিভি সিরিজের শহীদ কাপুর দুর্দান্ত অভিনয় করেছেন। বিশ্বের যেসব সিনেমা সবথেকে বেশি সার্চ করা হয়েছে তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জাওয়ান। এ তালিকার দশম স্থানে রয়েছে পাঠান সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।