স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হিসেবে মাশরাফীর বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার ব্যাটিং করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে শন উইলিয়ামসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।
ম্যাচ শুরুর ৩৩.২ ওভারের সময় সিলেটের আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই ঘণ্টার বৃষ্টি থামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। তামিম ও লিটনের ঝোড়ো ও রেকর্ডময় ইনিংসের দেখা পায় বাংলাদেশ।
মাশরাফির অধিনায়কত্বের শেষদিনে ২৯২ রানের জুটি গড়েন এ দুজন। বৃষ্টির পরের ৫৮ বলে ১৪০ রান তোলে তামিম-লিটন। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তামিম ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।
তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে ৪ রানে হেরেছিল সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচেও ১২৩ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের ধবলধোলাই করল মাশরাফী বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।