বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফ্রিল্যান্সিংখাতে গতিশীলতা আনতে আউটসোসিংয়ের মাধ্যমে বিদেশ থেকে আয় করা অর্থ দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ।
সপ্তাহে সাত দিনের ২৪ ঘণ্টার যেকোনো সময় ফ্রিল্যান্সারদের আয়ের অর্থ তার বিকাশ অ্যাকাউন্টে জমা হবে।
এজন্য ফ্রিল্যান্সারদের বিকাশ অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে।
একজন ফ্রিল্যান্সার দিনে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা বিকাশ থেকে উত্তোলন করতে পারবেন। একইসঙ্গে বিকাশের মাধ্যমে সব ধরনের পেমেন্ট সেবা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাশ আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকাশের এ সেবা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, পেওনিয়ারের চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লাকসন, পেওনিয়ারের সাউথ এশিয়ার রিজিওনাল হেড রোহিত কুলকারনি প্রমুখ।
অনুষ্ঠানে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন সামসুদ্দিন হায়দার ডালিম জানান, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ অর্থ আনা ফ্রিল্যান্সাররা একটি করে মোবাইল উপহার পাবেন। এছাড়া ১০ মার্চ পর্যন্ত বিকাশের মাধ্যমে রেমিট্যান্স আনার জন্য সরকারের দেওয়া প্রণোদনার বাইরে আরও ২ শতাংশ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা।
চলতি বছর পর্যন্ত ১ হাজার টাকা জমা হলেই টাকা তোলা যাবে। দেশের ফ্রিল্যান্সিংখাতে গতিশীলতা আনতে পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক ও বিকাশ যৌথভাবে এ সেবা চালু করলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।