যে স্বর্ণ চোরাচালনের মধ্য দিয়ে যাই তা নিয়ে হতাশার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানিয়েছেন যে, চোরাচালান হওয়া এসব স্বর্ণের ৯৯ শতাংশ কখনো ধরা পড়ে না। জুয়েলারি সমিতির সঙ্গে এক বৈঠকে তিনি এ ধরনের কথা বলেন।
এ সমিতির বৈঠক রাজধানীর আগারগাঁওতে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের বিষয়টি নিয়ে আসেন। তিনি পূর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। স্বর্ণ চোরাচালানের বিষয়টিকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়।
বর্তমানে এসব চোরাচালানের বিষয়ে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তা পূর্বে ছিল না। এখন বিষয়টিকে নরমাল করে দেখা হয়। এমনকি মাল্টিন্যাশনাল কিলিং এর বিষয়টিও মিডিয়াতে উঠে আসছে। অনেক সময় ডেড বডি খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। স্বর্ণ চোরাচালানোর ফলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে। একই সাথে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিদেশফেরত যাত্রীদের স্বর্ণ আনার সীমায় লাগাম টানা হবে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এসময় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ ৫ থেকে ৩ শতাংশ করার প্রস্তাব করেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এসময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।