বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর-৯’। দেশে জাজ মাল্টিমিডিয়া নিজেই পরিবেশনা করছে ছবিটি। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেলো, কেবল মাল্টিপ্লেক্সগুলোতেই ছবিটি দেখা যাবে। বাংলা ভার্সনের সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে যোগ হতে পারে সিঙ্গেল স্ক্রিন।
দেশে হলসংখ্যা সুবিধাজনক না হলেও বিদেশে রীতিমতো রেকর্ড গড়েছে ‘এমআর-৯’। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব জানালেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
উচ্ছ্বাস প্রকাশ করে এই পরিবেশক বললেন, “আমাদের সিনেমা যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টির বেশি থিয়েটারে একযোগে চলছে, এই অবিশ্বাস্য ঘটনা এখন বাস্তব। এর আগে আমরা কখনও ১০০ থিয়েটারের বেঞ্চমার্ক ছুঁতে পারিনি। সবচেয়ে কাছে গিয়েছিল ‘পাপ পুণ্য’; ৯১টি থিয়েটারে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এর পরের স্থান ‘হাওয়া’র; ৮৮টি থিয়েটারে চলেছে এই সিনেমা। এবার ১০০ তো হয়েছেই, ১৫০-ও হয়ে গেছে।”হলের সংখ্যাটি আরও বিস্ময়কর হতে পারতো বলেও জানান সজীব। কারণ এই সপ্তাহে আমেরিকার অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘রিগ্যাল’র কোনও হল পাননি তারা। তবে ১ সেপ্টেম্বর থেকে এই চেইনে ‘এমআর-৯’ উঠবে বলে প্রত্যাশা তার।
এই সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নিজেকে ফ্রোজেন মনে হচ্ছে। এত কিছুর পর অবশেষে সিনেমাটি আসছে। এই অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। এর আগে এত বড় সিনেমায় লিড করার সুযোগ হয়নি, এটাই হয়ত এমন উচ্ছ্বাসের কারণ। আর ছবিটা দেখার পর মাসুদ রানার প্রেমে সবাই পড়ুক, এটাই চাই।’
উল্লেখ্য, ‘এমআর-৯’ নির্মাণ করেছেন মার্কিন প্রবাসী বাঙালি নির্মাতা আসিফ আকবর। এতে এবিএম সুমনের সঙ্গে বাংলাদেশ থেকে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা, টাইগার রবি; ভারত থেকে আছেন সাক্ষী প্রধান, ওমি বৈদ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অভিনয় করেছেন নিকো ফস্টার, মাইকেল জেই হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার দাবি অনুসারে ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এই ছবি। তাদের সঙ্গে প্রযোজনায় রয়েছে আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস।প্রসঙ্গত, শুক্রবার (২৫ আগস্ট) দেশের প্রেক্ষাগৃহে একটি হিন্দি সিনেমাও মুক্তি পাচ্ছে। সালমান খান অভিনীত সিনেমাটির নাম ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত ছবিটির নায়িকা পূজা হেগড়ে। এটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ভাইজানের ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।