
জুমবাংলা ডেস্ক : যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তিথি (২৩), তনিমা (২৬) ও তানজিলা (৩০)। আহতদের নাম জানা যায়নি। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
Advertisement
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাজুল মল্লিক শনিবার (১৮ জানুয়ারি) সকালে জানান, দুর্ঘটনার পর আহতাবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর গুরুতর আহত তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত দু’জনের চিকিৎসা চলছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহগুলো মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।