এবার বিদ্যুৎ ছাড়াই চলবে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। পাশাপাশি কার্বন নিঃসরণ থাকবে শূণ্যের কোঠায় এবং পরিবেশের কোন ক্ষতি হবে না। গল্পের মত মনে হলেও এমনটি করে দেখিয়েছেন ভারতের এক প্রকৌশলী। তীব্র গরমে ঘর থাকবে শীতল এমনটাই চান সবাই। ফ্যান বা আধুনিক কোন যন্ত্রের সাহায্য ছাড়া এটি হতে পারে।
বিদ্যুৎ সংযোগ বাদেই আপনি এটি করে দেখাতে পারেন। মাটি ও পানির সমন্বয়ে ঘরকে ঠান্ডা রাখার চমৎকার কৌশল আবিষ্কার করেছেন তিনি। অধ্যাপক মনীশ সিরিপুরাপু জানান যে, আমরা মাটির মতো মৌলিক এবং সহজলভ্য উপাদান ব্যবহার করার চেষ্টা করেছি।
যে রীতিতে মাটির পাত্রে পানি ঠান্ডা হয়, এ পদ্ধতি উল্টাভাবে ব্যবহার করে বাতাসকে ঠান্ডা করা সম্ভব। এখানে পানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নলগুলো দিয়ে বাতাস প্রবেশের পর প্রাকৃতিকভাবে ঘর শীতল হয়ে যায়।
বাতাসের স্বাভাবিক তাপমাত্রাকে অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম ’কুল্যান্ড’ নামক এ প্রাকৃতিক এসি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে এটি করা সম্ভব। পরিবেশবান্ধব এ প্রযুক্তির স্বীকৃতি মিলেছে জাতিসংঘ থেকে। পাশাপাশি বাণিজ্যিকভাবে স্থাপন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অনেকেই প্রশ্ন করেছিল টেরাকোটা পদ্ধতি কেনো ব্যবহার করা হয়েছে। মাটি খুব সহজলভ্য এবং এটি সবাই ব্যবহার করতে পারে। টেরাকোটা সিস্টেমে কার্বন নিঃসরণ শূণ্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। একের পর এক আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে নতুন প্রজন্ম। অনেক সময় এই আধুনিক প্রযুক্তিতে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান নিহিত থাকে। ভারতের এ প্রকৌশলীর প্রযুক্তি ব্যবহার করলে পরিবেশের জন্য বেশ ভালো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।